আন্তর্জাতিক বিষয়
১) মেসিডোনিয়া কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে?
উত্তরঃ যুগোস্লাভিয়া
২) ইস্রাইলের পার্লামেন্টের নাম কি?
উত্তরঃ নেসেট
৩) সলসবেরির নতুন নাম কি?
উত্তরঃ হারারে
৪) জাফনা দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তরঃ শ্রীলংকা
৫) পেরোজিল দ্বিপটি নিয়ে বিরোধ রয়েছে কোন দুইটি দেশের মধ্যে?
উত্তরঃ স্পেন ও মরক্কো
৬) হট লাইন কি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সরাসরি টেলিফোন সংযোগ
৭) কাম্পালাঊ অঞ্চলটি নিয়ে বিরোধ আছে?
উত্তরঃ চীন ও মায়ানমারের মধ্যে
৮) বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা কোনটি?
উত্তরঃ আশাহি শিম্বুন
৯) ২০১৬-১৮ সালের জন্য বাংলাদেশ জাতিসংঘের কোন সংস্থার নির্বাহী বোর্ডের সদস্
য নির্বাচিত হয়?
উত্তরঃ WFP
১০) কোন সালে থ্রিমাইল আইল্যান্ড বিপর্যয় ঘটে?
উত্তরঃ ১৯৭৯ সালে
১১) রাশিয়ার কুরুস্ক নামক পারমানবিক ডুবোজাহাজ কোন সাগরের তলদেশে ডুবেছিল?
উত্তরঃ ব্যারেন্ট সাগর
১২) বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
১৩) মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৯৬৬ সালে
১৪) Pay Pal- কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান?
উত্তরঃ যুক্তরাষ্ট্র
১৫) বেনেলাক্স(BENELUX) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৮ সালে
১৬) সদস্য রাষ্ট্র হিসেবে আফগানিস্তান সার্কে যোগদান করে কোন সালে?
উত্তরঃ ২০০৭ সালে
১৭) CIRDAP- এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ঢাকা
১৮) জাতিসংঘের প্রস্তাবক কে ছিলেন?
উত্তরঃ রুজভেল্ট
১৯) আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯১২ সালে
২০) ANZUS- কোন ধরনের সংগঠন?
উত্তরঃ সামরিক
২১) আইএমএফ এর বর্তমান সদস্য কতটি দেশ?
উত্তরঃ ১৮৯ টি
২২) জাতিসংঘের অঙ্গসংস্থা FAO এর কতটি আঞ্চলিক অফিস রয়েছে?
উত্তরঃ ৫ টি
২৩) বিশ্বব্যাংকের বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তরঃ ১৮৯ টি
২৪) ইউনিডো (UNIDO)- এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ ভিয়েনা
২৫) কোন প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধে শরণার্থী সেবার প্রেক্ষাপটে