এনএসআই এর 'জুনিয়র ফিল্ড অফিসার' পদের প্রশ্নের সাধারণ জ্ঞান অংশের উত্তর:
১. লাহোর প্রস্তাব কখন করা হয়?
উঃ ১৯৪০ সাল, ২৩ মার্চ।
২. মুজিবনগর সরকারের প্রধান কে ছিলো?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩. চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন?
উঃ লর্ড কর্ণওয়ালিস।
৪. 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' কোথায় উৎক্ষেপন করা হয়?
উঃ ফ্লোরিডা।
৫. বাংলাদেশের পোশাক খাত রপ্তানির দিক থেকে বর্তমানে বিশ্বে কোন অবস্থানে রয়েছে?
উঃ সঠিক উত্তর হবে ৩য়।
৬. ২০২০ সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো?
উঃ জাপান।
৭. নাসার প্রেরিত রোবট কবে মঙ্গলগ্রহে অবতরণ করে?
উঃ ১৮ ফেব্রুয়ারি ২০২১
৮. ২০২০ সালের অস্কার বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র কোনটি?
উঃ Parasite.
আপডেট- ২০২১ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র নোম্যাডল্যান্ড।
৯. একদিনের ক্রিকেটে সর্বোচ্চ শতকের অধিকারী কে?
উঃ শচীন টেন্ডুলকার।
১০. বিশ্ব পানি দিবস কোনটি?
উঃ ২২ মার্চ।
১১. পক প্রণালি কোন দুটি দেশকে আলাদা করেছে?
উঃ ভারত ও শ্রীলংকা।
১২. আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কেনটি?
উঃ নীল নদ।
১৩. কম্পিউটারের প্রজম্ম কয়টি?
উঃ ৫ টি।
১৪. নিচের কোনটি কম্পিউটারের একটি মার্কআপ ভাষা?
উঃ HTML.
১৫. ন্যানো সেকেন্ড হলো-
উঃ এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ।
১৬. পূর্ব তিমুর কোন মহাদেশে অবস্থিত?
উঃ এশিয়া।
১৭. ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত?
উঃ ২৭
১৮. প্রিস্টিনা কোন দেশের রাজধানী?
উঃ সঠিক উত্তর 'কসোভো'।
১৯. রিখ্টার স্কেল ব্যবহার করা হয় কী পরিমাপের জন্য?
উঃ ভূমিকম্প।
২০. কোন দেশে আলবার্ট আইনস্টাইন জম্মগ্রহণ করেন?
উঃ জার্মানি।
২১. সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম চালু হয়?
উঃ ইতালি।