সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।
1. ২০১৭ সালে শান্তিতে নোবল জয়ী “International Campaign to Abolish Nuclear Weapons ” এর সদর দফতর কোথায়?
উত্তরঃ জেনেভা
2. বাংলাদেশের জাতির জনক কাকে বলা হয়?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
3. দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন?
উত্তরঃ ফিরোজ শাহ তুঘলক
4. “ভারতের অর্ধ নগ্ন ফকির” বলে কাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অভিহিত করেছিলেন?
উত্তরঃ গান্ধীজিকে
5. লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে নূন্যতম কত শতাংশ সদস্যপদ পেতে হয়?
উত্তরঃ ১০ শতাংশ
6. জোনাকি পোকায় কি থাকার জন্য আলো জ্বলে?
উত্তরঃ লুসিফেরিন
7. অমিতাভ বচ্চনের প্রথম অভিনীত সিনেমার নাম কি ?
উত্তরঃ সাত হিন্দুস্থানী ( ১৯৬৯ সালে )
8. বিড়ি তৈরি হয় কোন পাতা থেকে?
উত্তরঃ কেন্দু পাতা
9. রাশিয়ার ISD কোড কত?
উত্তরঃ ০০৭ বা +৭
10. আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তরঃ স্যাডেল পিক
11. ২০১১ এর সেনসাস অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলার বৃদ্ধির হার সব থেকে বেশি?
উত্তরঃ উত্তর দিনাজপুর
12. দেশলাই আবিষ্কার করেন কে?
উত্তরঃ জন ওয়াকার
13. ছোঁয়াচে কলম বইটি কার লেখা?
উত্তরঃ অনুপম রায়
14. রায় গুনাকর নামে কে পরিচিত?
উত্তরঃ ভারতচন্দ্র রায় ( নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র তাঁকে গুনাকর উপাধি দেন)
15. কোন শিখগুরু নিজেকে সাচ্চা বাদশাহ বলতেন?
উত্তরঃ গুরু হরগোবিন্দ
16. বঙ্গবন্ধু নামে কে পরিচিত?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
17. কাশ্মীরের আকবর কাকে বলা হয়?
উত্তরঃ জয়নুল আবিদীন
18. গুণরাজ খাঁ কার ছদ্মনাম?
উত্তরঃ মালাধর বসু
19. কোন মুঘল সম্রাটকে “Prince of Builders” বলা হয়?
উত্তরঃ শাহজাহান
20. “বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে” – এটি কার বিখ্যাত উক্তি?
উত্তরঃ সঞ্জীব চট্ট্যোপাধ্যায়