Accounting MCQ Solution SSC Exam 2021 (Rajshahi Board) | হিসাববিজ্ঞান উত্তরমালা এসএসসি ২০২১ রাজশাহী বোর্ড
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশাকরি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। তারপরও সবার মধ্যে একটা সংশয় থেকে যায় MCQ অংশে কয়টা শুদ্ধ হয়েছে আর কয়টা ভুল হয়েছে তা নিয়ে। তোমাদের এই সংশয় দূর করতে Ekbd.Net টিম উদ্যোগে সকল পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে ekbd.net এ। আমাদের টিম সর্বাধিক নির্ভুল উত্তরমালা খুজে বের করতেছে। আশাকরি কিছুক্ষণ এর মধ্যে উত্তরমালা তোমরা পেয়ে যাবে।
তোমরা চাইলে এখান থেকে গত বছরের উত্তরমালা দেখে নিতে পারো।