কোন কিছুর গতিবেগ নির্ণয়ের সূত্র

 

কোন কিছুর গতিবেগ নির্ণয়ঃ-

1. গতিবেগ = অতিক্রান্ত দূরত্ব/সময়।
2. অতিক্রান্ত দূরত্ব = গতিবেগ×সময়।
3. সময় = মোট দূরত্ব/বেগ।
4. স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ + স্রোতের গতিবেগ।
5. স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ – স্রোতের গতিবেগ।

Catagories