বাংলাদেশ তাঁত বোর্ড এর ফিল্ড সুপারভাইজার পদ সম্পর্কিত বিস্তারিত আলোচনাঃ

 বাংলাদেশ তাঁত বোর্ড এর ফিল্ড সুপারভাইজার পদ সম্পর্কিত বিস্তারিত আলোচনাঃ


★পদঃ ''ফিল্ড সুপারভাইজার''

★গ্রেডঃ ১৩ তম।

★বেতন স্কেলঃ (১১,০০০–২৬,৫৯০) টাকা।

★পরীক্ষার ধরনঃ লিখিত 


🎯বাংলাদেশ তাঁত বোর্ডের "ফিল্ড সুপারভাইজার" পদের কাজ, সুযোগ সুবিধা, প্রমোশন ইত্যাদি ।


🔶🔶ফিল্ড সুপারভাইজারদের কাজ/ দায়িত্ব:


বাংলাদেশ তাঁত বোর্ডের প্রায় উপজেলা ভিত্তিক বেসিক সেন্টার আছে ৷ চূড়ান্তভাবে জয়েনিং এর পর বোর্ড থেকে পোস্টিং দিয়ে থাকেন। বেসিক সেন্টারের দায়িত্বে থাকা প্রধান ব্যক্তি হলেন *লিয়াজো অফিসার*। তার অধীনে কাজ করতে হয় ফিল্ড সুপারভাইজারদের ৷

ফিল্ড সুপারভাইজারদের দায়িত্বের মধ্যে 

তাঁতিদের ঋন প্রদান, তাঁত শিল্প সম্পর্কিত তথ্য প্রদান, তাঁতিদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় । সমস্যা নিরসনে আলোচনা । নির্দিষ্ট সময়ে ঋণ আদায় ।

তাঁত শিল্পের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ।


🔶🔶ফিল্ড সুপারভাইজারদের পোস্টিং:


পোস্টিং উপজেলা পর্যায়ে হয় । কাজের প্রেসার কম।

ছুটি ও রিলাক্স আছে ।

বোর্ড থেকে পোস্টিং যেকোনো জেলা উপজেলায় দিতে পারে । যেমন-

পাবনা, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কক্সবাজার, রাঙ্গামাটি, কুষ্টিয়া, জেলায় তাঁতের বেসিক সেন্টার আছে। এরকম আরো অনেক আছে এবং ঐদিকেও পোস্টিং হতে পারে।


🔶🔶বেতন-ভাতা/ পেনশন/পদোন্নতি:


২০১৫ পূর্বে কোন পেনশন ব্যবস্থা চালু ছিল না কিন্তু 

বাংলাদেশ তাঁত বোর্ড ২০১৫ থেকে পেনশনভুক্ত হয়েছে ৷ বর্তমানে তাঁত বোর্ড থেকে অবসরে যাওয়া সকল কর্মকর্তা-কর্মচারীরা পেনশন পাচ্ছেন ৷


 তাঁত বোর্ড এ প্রমোশন বেশ ভাল ।  বেতন-ভাতা বৃদ্ধির পাশাপাশি 

 নিজ যোগ্যতা এবং কাজের দক্ষতায়  ৮-১০ বছর পরে "লিয়সজো অফিসার" হিসেবে প্রমোশন পাওয়া যায়৷

[লেখা পরিমার্জন]


💥💥এরকম চাকরি সংক্রান্ত সকল পদের তথ্য,আপডেট, অজানা ইনফরমেশন নিয়মিত পেতে visit Ekbd.net

Catagories