পদাশ্রিত নির্দেশক ও অনুসর্গ Part 3

 George's বাংলা


পদাশ্রিত নির্দেশক ও অনুসর্গ # ৩৪৭


অনুসর্গের আর কি নাম রয়েছে? পায়রা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পদ। ২০০


অব্যয়


পদাশ্রিত অব্যয়


কর্মপ্রবচনীয়


বিভক্তি


অনুসর্গের অপর নাম কী? (ইবি (গ ইউনিট)। ১৬-১৭) १.


উত্তর: খ


মনসর্গ


পরসর্গ


বিসর্গ


কোনোটিই নয়


উত্তর: খ


৮. দ্বারা, দিয়া, হইতে, থেকে এগুলিকে বলে- সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক। ০৭।


অব্যয়


উপসর্গ


অনুসর্গ অব্যয়


অনন্বয়ী অব্যয়


উত্তর: গ


৯. 'দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে।'- 'বিনা' শব্দটি [রাবি (ই১ ইউনিট): ১৭-১৮/


সর্বনাম


অব্যয়


অনুসর্গ


উপসর্গ


উত্তর: গ


১০. 'ধন অপেক্ষা জ্ঞান বড়।' এখানে 'অপেক্ষা' হলো- [জাবি (এফ ইউনিট): ১২-১৩)


উপসর্গ


অনুসর্গ


প্রত্যয়


অব্যয়


উত্তর: খ


১১. সত্য বই মিথ্যে বলবো না। এখানে 'বই'- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর: ১৮/ খুবি (গ ইউনিট): ১৭-১৮)


বিশেষ্য


উপসর্গ


অনুসর্গ


প্রত্যয়


উত্তর: গ


১২. 'এ জন্মের তরে বিদায়।' এখানে 'তরে' শব্দটি কী অর্থ প্রকাশ করছে? বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড


(BWDB)-এর ডাটা এন্ট্রি অপারেটর: ১৯/ জাবি (৬ ইউনিট): ১৪-১৫]


মত


হেতু


নিকট


নিমিত্ত


উত্তর: ক


১৩. অনুসর্গ কোনটি? রাবি (৫ ইউনিট): ১৩-১৪]


অবধি


আকাঙ্ক্ষা


উত্তর: ক


উহ্য


জ্ঞাতব্য


১৪. অনুসর্গ কোনটি? রাবি (খ ইউনিট): ১৪-১৫)


পাছে


মায়াকান্না


উত্তর: ক


হাসিহাসি


ডাঁই


'হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতে সে।'- বাক্যটিতে 'দিয়ে' হলো- বিআরডিবি'র উপজেলা পল্লী উন্নয়ন ১৫. কর্মকর্তা: ১৫/ ঢাবি (ক ইউনিট): ১৩-১৪]


অব্যয়


অনুসর্গ


প্রত্যয়


উপসর্গ


উত্তর: গ


১৬. 'কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল।' 'চান্তে' ক্রিয়াটির ব্যবহার কোন ধরনের? (থানা শিক্ষা অফিসার: ৯৬]


অন্বয় সাধন


অনুসর্গ তৈরি


ক্রিয়াবাচক বিশেষণ গঠন


বিশেষণ বাচকতা


উত্তর: খ


১৭. কোনটি অনুসর্গ নয়? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়ারলেস অপারেটর: ২১।


অপেক্ষা


অন্য


উত্তর: খ


চেয়ে


জন্য

Catagories