SSC 2020 Finance And Marketing MCQ Answer/Solution এসএসসি পরীক্ষা ২০২০ উত্তরমালা

SSC 2020 Finance And Marketing MCQ Answer/Solution এসএসসি পরীক্ষা ২০২০ উত্তরমালা

SSC Finance and Marketing Answer 2020 with Question Solution

Finance is an important subject for a Commerce student. The subject is not easy. So , you will face many problems and you have also many doubts. Therefore, we always try to clear your doubt by giving your question answer accurately. So, we are working stay with us for update. 


Necessity Of Finance And Marketing

Finance and Marketing is very important for a student. Life is a journey. Therefore , in this journey we will face many problems. Specially Job Sector. After completing graduation all of us are trying to get job. But it is a matter of sorrow that getting a job is not easy. If you have completed your SSC exam with Commerce . Commerce syllabus included Finance and Marketing. So, if you read it from now , it will give you much advantages in Future. So, Finance and Marketing is very Important.

Finance And Marketing Question Solution All Boards

Bangladesh has a huge population. The government of Bangladesh want to reach Education in every area in Bangladesh. So, Education Department of Bangladesh are divided our education boards in 9 Parts. There are 9 education Boards in Bangladesh. Though the exam routine is same , the question paper is not same. Each board has their own Question Paper.

Rajshahi Board Finance and Marketing Question Solution

Finance and Marketing is optional subject. So, every school has not included this subject. Therefore , some schools under Rajshahi Board has Finance and Marketing Subject. However, they are searching SSC Rajshahi Board Finance and Marketing MCQ Question answer.

Dhaka Board SSC Finance And Marketing Question Solution

Are you searching Dhaka Board SSC Finance and Marketing MCQ Answer with Question Solution? I think you are in right place. Because here i will give you Dhaka Board Question answer. So, dear students you should be patient for update. 

Sylhet Board

Sylhet is a beautiful city. Though the city is not big , the students are very sharp in Education. As a SSC candidate you must search SSC Islamic Studies Qustion Solution. So you are looking for MCQ solution. Dear candidate, I will not dispear you. Here I will share Sylhet Board Question MCQ solution. Finally I suggest you please keep patient and stay with us.

Barishal Board Question With Full Answer

If you are a candidates from Barishal Board,

Jessore Board Islam and Moral Education MCQ Answer 2020

Every year many students take part in SSC Exam under Jessore Board.

Comilla Board MCQ Soloution 2020

Today a large number of candidates completed their exam under Comilla Board. So they have some doubts with his question paper. 

Chittagong Board Question Answer

Few years ago Chottogram Board is called Chittagong. So many students take participate in SSC 2020 Exam. They completed their exam today. 
চট্টগ্রাম বোর্ড
ফিন্যান্স এন্ড ব্যাংকিং
সেট-গ
তারিখ: ১৭/০২/২০২০

উত্তরসমূহ :
১। কোন নীতি অনুসারে ঋণ গ্রহীতার সচ্ছলতা ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ?
উত্তর: (ক) নিরাপত্তার নীতি (পৃষ্ঠা নং-৯৩)

২। ব্যাংক তার গ্রাহককে চলতি হিসাব থেকে জমাতিরিক্ত অর্থ উত্তোলনের সুযোগ দেয় কেন?
উত্তর: (ঘ) অতিরিক্ত অর্থের প্রয়োজন মিটানোর জন্য (পৃষ্ঠা নং-১১১)

৩। কোন ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তিতে আদালতের সম্পৃক্ততা থাকে?
উত্তর: (খ) গ্রাহক দেউলিয়া হলে

৪। মি. রুবেল চেকের মাধ্যমে একটি ল্যাপটপ ক্রয় করলে-
উত্তর: (ঘ) i, ii ও iii

৫। একটি বৃহৎ ব্যাংক অন্য কয়েকটি দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয় করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করলে তাকে বলে-
উত্তর: (গ) গ্রুপ ব্যাংক (পৃষ্ঠা নং-৯৫)

৬। দ্রব্য বিনিময় প্রথার সমস্যা হল-
উত্তর: (ঘ) i, ii ও iii

৭। ঋণের শেষ আশ্রয়স্থল হিসাবে বাণিজ্যিক ব্যাংকের নিকট সবচেয়ে আপন কে?
উত্তর: (গ) কেন্দ্রীয় ব্যাংক

৮। জনাব রাতুল একটি চেক পেলেন যাতে আড়াআড়ি সমান্তরাল রেখা অঙ্কিত ছিল। রাতুলের চেকটি কোন ধরনের?
উত্তর: (গ) দাগকাটা চেক

৯। কোন পদ্ধতিতে ইসলামি ব্যাংকিং এ গ্রাহকের জন্য যন্ত্রপাতি ক্রয় করা হয়?
উত্তর: (খ) মুরাবাহা (পৃষ্ঠা নং-১০০)

১০। আন্তর্জাতিক ব্যবসায় ক্ষেত্রে একটি ব্যাংক কীভাবে সহায়তা করে?
উত্তর: (ক) প্রত্যয়নপত্র ইস্যু করে

১১। জনাব সেলিম ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন?
উত্তর: (খ) চলতি হিসাব

১২। জনাব সেলিমের ব্যাংকের উদ্দেশ্য হতে পারে-
উত্তর: (গ) ii ও iii

১৩। খলিল সাহেবের গৃহীত ঋণ কোন ধরনের?
উত্তর: (খ) বন্ধকী ঋণ (পৃষ্ঠা নং-২২)

১৪। এই পরিস্থিতিতে প্রাইম ব্যাংক করতে পারে-
উত্তর: (খ) i ও iii (পৃষ্ঠা নং-২৬)

১৫। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কোনটি?
উত্তর: (ক) সমাজকল্যাণ নিশ্চিত করা (পৃষ্ঠা নং-৪)

১৬। একজন সবজি বিক্রেতা তার দৈনিক উপার্জনের পুরোটাই ব্যাংকে জমা রাখলে কোন নীতির লঙ্ঘন হয়?
উত্তর: (গ) পণ্যের বৈচিত্র্যায়ণ ও ঝুঁকিবন্টন

১৭। কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে?
উত্তর: (খ) সরকারি

১৮। কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম?
উত্তর: (ক) সুদের হার নির্ধারণে (পৃষ্ঠা নং-৩০)

১৯। লাভলি কোম্পানি ১০% সুদে ২,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করে। কর হার ৪০%। কোম্পানিটির ঋণ মূলধন ব্যয় কত?
উত্তর: (খ) ৬%

২০। কামাল সাহেব তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন উৎসের সহায়তা নিয়েছেন?
উত্তর: (ঘ) লিজিং (পৃষ্ঠা নং-২৪)

২১। কামাল সাহেব তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন?
উত্তর: (খ) দীর্ঘমেয়াদি সম্পত্তির ব্যবহার

২২। ব্যবসায়ীরা স্বল্পমেয়াদি তহবিলের উৎস ব্যবহার করার কারণ-
উত্তর: (গ) i ও ii

২৩। উৎপাদনের উপকরণের মূল্য পরিবর্তনের ফলে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়?
উত্তর: (গ) ব্যবসায়িক ঝুঁকি (পৃষ্ঠা নং-৪২)

২৪। কোন ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে?
উত্তর: (খ) পরিকল্পনা প্রণয়ন (পৃষ্ঠা নং-৪৩)

২৫। জনাব ঝর্ণা রাজশাহীতে গার্মেন্টস প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মূলধন বাজেটিং এর সাহায্যে তিনি কোন সিদ্ধান্তটি নিবেন?
উত্তর: (ঘ) ভারি যন্ত্রপাতি ক্রয়

২৬। অগ্রাধিকার শেয়ার মালিকের অসুবিধা কোনটি?
উত্তর: (খ) সীমিত আয় (পৃষ্ঠা নং-৭৫)

২৭। কোন শেয়ারের দাবী সকলের উপর মেটানো হয়?
উত্তর: (ঘ) অগ্রাধিকার

২৮। গড় মুনাফার হার পদ্ধতিতে-
উত্তর: (খ) i ও iii (পৃষ্ঠা নং-৫৩, ৫৪)

২৯। প্রথম প্রকল্পটিতে শাহিন সাহেবের বিনিয়োগের ক্ষেত্রে হল-
উত্তর: (খ) ডিবেঞ্চার (পৃষ্ঠা নং-৭৭)

৩০। উদ্দীপকের তথ্য অনুযায়ী-
উত্তর: (গ) ‍দ্বিতীয় প্রকল্পটিতে বিনিয়োগ প্রথমটি হতে অধিক ঝুঁকিপূর্ণ (পৃষ্ঠা নং-৭৩)


Mymensingh Board Question Answer 2020

Mymensingh is new established education board.

Dinajpur Board Agriculture Studies Question Answer

---

Finance And Marketing Question Answer All Boards

Here you will get Comilla Board SSC Finance and Marketing Question Solution. However,  you can get Chittagong Board Finance and Marketing MCQ Answer. So stay with us. Sylhet Board Finace and Marketing question answer,Dinajpur board Finance and Marketing MCQ Answer, Barishal Board Finance MCQ Answer with Question. Finally Mymensingh Board Finance and Marketing MCQ Answer. Thank you.

Catagories