সহকারী পরিচালক (বাংলাদেশ ব্যাংক) প্রিলি প্রিপারেশন ও টেকনিক বিষয়ভিত্তিক সহায়ক বই ও পরামর্শ

 সহকারী পরিচালক (বাংলাদেশ ব্যাংক) প্রিলি প্রিপারেশন ও টেকনিক

বিষয়ভিত্তিক সহায়ক বই ও পরামর্শ

English সহায়ক বইসমূহঃ


English for Competitive Exams/The English Bible.
Word smart/Bank vocabulary by Arifur Rahman/Saifurs Vocabulary
Cliff's Toefl
প্রতিদিন ১০/১৫টি Vocabulary synonyms/antonyms সহ মুখস্থ করুন। এছাড়া, আপনার ইচ্ছে হলে Analogy এর জন্য আলাদা বই কিনতে পারেন যদিও Analogy খুব কম আসে এখন।


Bangla সহায়ক বইসমূহঃ

সৌমিত্র শেখর এর বাংলা ভাষা ও সাহিত্য
নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র এবং
বিগত পাঁচ বছরের বংলাদেশ ব্যাংক ও সরকারি ব্যাংকসমূহের বাংলা এমসিকিউ প্রশ্ন


Math সহায়ক বইসমূহঃ


নবম-দশম শ্রেণির গণিত বই
Khairul Basic Math
Agarwal Math/ Khairul Advance Math/Saifur's Math
Sequence অনুযায়ী বইগুলো স্টাডি করুন। আলাদা খাতায় নোট করে পড়ুন। এমসিকিউ পরীক্ষার ০২ সপ্তাহ আগে প্রতি চ্যাপ্টার/বিষয় থেকে ০৪-০৫টি করে ম্যাথ নিয়ে শর্ট সাজেশন/নোট করে নিন। এমসিকিউ পরীক্ষার আগের দিন দেখে যাবেন। এছাড়া ফর্মুলাগুলোও দেখে যাবেন।
এছাড়া, আপনার ইচ্ছে হলে Analytical Ability/Mental Ability এর জন্য আলাদা বই কিনতে পারেন।


General Knowledge & ICT


Current Affairs ( ICT and General Knowledge Parts)
The Daily Prothom Alo (Business, Sports, ICT and Science Pages) and Easy Computer Book
বিগত পাঁচ বছরের বংলাদেশ ব্যাংক ও সরকারি ব্যাংকসমূহের GK and ICT এমসিকিউ প্রশ্নসমূহ।


এমসিকিউ এক্সামে যদি ৬৫%+ উত্তর সঠিক হয়েছে নিশ্চিত হওন, তবে অন্তত ৫০/৫০ নিশ্চিত না হয়ে অন্যগুলো দাগাবেন না যেহেতু নেগেটিভ মার্কিং থাকে। আর কোন ম্যাথ না পারলে সেটার পিছনে খুব বেশি সময় নষ্ট করবেন না। যে বিষয়টা ভালো পারেন সেটা দিয়েই শুরু করতে পারেন। তবে সবার প্রথমে ম্যাথ দিয়ে শুরু না করলেই ভালো। এতে করে Time Management-এ সমস্যা হতে পারে। আপনার জন্য শুভকামনা।


-Mohd Atikul Alam Imon
Assistant Director
Bangladesh Bank H.O.

Catagories