অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ GK সাধারণ জ্ঞান অর্থনৈতিক সমীক্ষা ২০২২-২০২৩

 এক নজরে “বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩” এর গুরুত্বপূর্ণ তথ্য-

✅ বাংলাদেশের মোট জনসংখ্যা (মিলিয়ন)- ১৬৯.৮৩।
✅ জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার- ১.৩%।
✅ জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কি.মি.)- ১,১৫৩।
✅ স্থুল জন্মহার (প্রতি হাজারে)- ১৮.৮।
✅ স্থুল মৃত্যুহার (প্রতি হাজারে)- ৫.৭।
✅ শিশু মৃত্যুহার (প্রতি হাজার জীবিত জন্মে)- ২২।
✅ প্রত্যাশিত গড় আয়ু (বছর)- ৭২.৩।(পুরুষ- ৭০.৬, মহিলা- ৭৪.১)।
✅ মাথাপিছু জাতীয় আয় (মার্কিন ডলারে)- ২,৭৬৫।
✅ মাথাপিছু জিডিপি (মার্কিন ডলারে)- ২,৬৫৭।
✅ মোট রপ্তানি আয় (মিলিয়ন মার্কিন ডলার)- ৩৪,৯৬৬।
✅ মোট আমদানি ব্যয় (মিলিয়ন মার্কিন ডলার)- ৪৬,৭৯৪।
✅ বৈদেশিক মুদ্রার গড় বিনিময় হার, ২০২২-২৩ (জুলাই- ফেব্রুয়ারি) টাকা/ মার্কিন ডলার- ৯৭.২৬।
✅ বৈদেশিক মুদ্রার মজুদ (ফেব্রুয়ারি, ২০২৩ শেষে)- ৩২,২৬৭ (মিলিয়ন মার্কিন ডলার)।
✅ মূল্যস্ফীতি- ৯.২৪%।
✅ মোট তফসিলি ব্যাংক- ৬১টি। 
✅ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান- ৩৫ টি। 
✅ সাক্ষরতার হার (৭ বছর+)- ৭৬.৪%।(পুরুষ- ৭৮.৬%, মহিলা- ৭৪.২%)।
✅ দারিদ্র্যের হার- ১৮.৭%।
✅ চরম দারিদ্র্যের হার- ৫.৬%।
✅ জিডিপিতে খাতওয়ারি অবদানের হার-
▪️কৃষি- ১১.২০% ▪️শিল্প- ৩৭.৫৬% ▪️সেবা- ৫১.২৪%।
জাতীয়_বাজেট ২০২৩-২৪ 
🔺বাজেট পেশ - ১ জুন,২০২৩
🔺বাজেট পেশ - অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল 
🔺বাজেট কার্যকর হবে - ১ জুলাই, ২০২৩
🔺বাংলাদেশের অর্থবছর -১ জুলাই থেকে ৩০ জুন
🔺এ বছরের বাজেট- ৫২তম ( অন্তর্বর্তীকালীনসহ ৫৩তম)
🔺বাজেটের আকার - ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা 
🔺রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা - ৫ লাখ কোটি টাকা
🔺বাজেট ঘাটতি - ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা
🔺বার্ষিক উন্নয়ন কর্মসূচি ( ADP) - ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা 
🔺করমুক্ত আয়সীমা - সাড়ে ৩ লাখ টাকা 
🔺জিডিপির প্রবৃদ্ধির হার - ৭.৫ শতাংশ
🔺মুদ্রাস্ফীতি হার - ৬ শতাংশ


Catagories